Krishnokoli chords
|
Instr.
50
Trans.
0
Scroll
60
Metro.
Font
16
|
❮ |
[C]কৃষ্ণকলি আমি তারেই বল[Am]ি, কালো তারে বলে গাঁয়ের লোক।
[E]মেঘলা দিনে দেখেছিলেম ম[Am]াঠে কালো মেয়ের[C] কালো হরিণ-চোখ।
[Am]ঘোমটা মাথায় ছিল না তার মো[G]টে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]ঘন মেঘে আঁধার হল দেখ[Am]ে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
[C]শ্যামা মেয়ে ব্যস্ত ব্[G]যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
[Am]আকাশ-পানে হানি যুগল ভু[G]রু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]পূবে বাতাস এল হঠাৎ ধেয[Am]়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
[C]আলের ধারে দাঁড়িয়েছিলেম [G]একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
[Am]আমার পানে দেখলে কি না চেয[G]়ে আমি জা[Gm]নি আর জানে সেই মেয়ে।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]এমনি করে কালো কাজল মেঘ [Am]জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
[C]এমনি করে কালো কোমল ছায়া[G] আষাঢ় মাসে নামে তমাল-বনে।
[Am]এমনি করে শ্রাবণ-রজনী[G]তে হঠাৎ[Gm] খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো?[C] তা সে যতই কালো হোক,[B] দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]কৃষ্ণকলি আমি তারেই বল[Am]ি, আর যা বলে বলুক অন্য লোক।
[E]দেখেছিলেম ময়নাপাড়ার [C]মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
[Am]মাথার ‘পরে দেয় নি তুলে [G]বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? [C]তা সে যতই কালো হোক,[B] দেখেছি ত[C]ার কালো হরিণ-চোখ॥
[E]মেঘলা দিনে দেখেছিলেম ম[Am]াঠে কালো মেয়ের[C] কালো হরিণ-চোখ।
[Am]ঘোমটা মাথায় ছিল না তার মো[G]টে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]ঘন মেঘে আঁধার হল দেখ[Am]ে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
[C]শ্যামা মেয়ে ব্যস্ত ব্[G]যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
[Am]আকাশ-পানে হানি যুগল ভু[G]রু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]পূবে বাতাস এল হঠাৎ ধেয[Am]়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
[C]আলের ধারে দাঁড়িয়েছিলেম [G]একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
[Am]আমার পানে দেখলে কি না চেয[G]়ে আমি জা[Gm]নি আর জানে সেই মেয়ে।
কালো?[C] তা সে যতই কালো হোক, [B]দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]এমনি করে কালো কাজল মেঘ [Am]জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
[C]এমনি করে কালো কোমল ছায়া[G] আষাঢ় মাসে নামে তমাল-বনে।
[Am]এমনি করে শ্রাবণ-রজনী[G]তে হঠাৎ[Gm] খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো?[C] তা সে যতই কালো হোক,[B] দেখেছি তা[C]র কালো হরিণ-চোখ।
[C]কৃষ্ণকলি আমি তারেই বল[Am]ি, আর যা বলে বলুক অন্য লোক।
[E]দেখেছিলেম ময়নাপাড়ার [C]মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
[Am]মাথার ‘পরে দেয় নি তুলে [G]বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? [C]তা সে যতই কালো হোক,[B] দেখেছি ত[C]ার কালো হরিণ-চোখ॥
Used chords
—
More of Rabindranath Tagore
